ঠাকুরগাঁও প্রতিনিধি।
সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের কুদরত আলী নামে এক ভূমিহীন নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা কুদরত আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় মানুষের জন্য কাজ করছি। কিছুদিন পূর্বে গুচ্ছগ্রামে ভূমিহীনদের গৃহ প্রদানের ব্যাপারে লেনদেন হয়েছে বলে,আমাকে তার সাথে জড়িয়ে একটি কু-চক্রি মহল আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা করে। কিন্তু দু:খের বিষয় হলো যে সময়ের কথা উল্লেখ করা হচ্ছে সেই অভিযোগকারী রহিমা ও সবুজ নামের ব্যক্তিকে আমি আদৌ চিনি না। ঘর-বাড়ি দেওয়ার ব্যাপারে লেনদেন বা এ জাতীয় কোন কিছুর সাথে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। আমার প্রতিপক্ষরা আমাকে এ ঘটনার সাথে জড়িতে আমাকে বদনামের চেষ্টা করছেন। আমার এলাকায় যে কোন মানুষের সাথে কথা বললেই জানতে পারবেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে জানতে চাইলে ওই গ্রামের বাসিন্দা নিজাম, আইয়ুব আলী,খতিবুর,রুপবান জানান,যে মানুষের ঘরের কথা বলা হচ্ছে খবর নিয়ে জানা গেছে গুচ্ছগ্রামে ঘর নেওয়ার ব্যাপারে কুদরত আলী কোনভাবেই জড়িত ছিলেন না। বরং ঘর পাওয়া ব্যক্তিদের কুদরত টাকা পয়সা গ্রহন করেছেন সে কথা বলানোর জন্য চেষ্টা করেছে ওই কুচক্রি মহলটি। উল্লেখিত ব্যক্তিরা ছাড়াও গ্রামের অনেকের সাথে কথা বলে কুদরত আলীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
Leave a Reply