নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর আওয়ামীলীগের সাবেক সদস্য ও ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য গোলাম মাহমুদ নসুর দাফন সম্পন্ন হয়েছে।আজ ২০ জুলাই আসর বাদ নগরীর চৌমাথা মারকাস জামে মসজিদ প্রাঙ্গনে আওয়ামী লীগের এই প্রবীণ নেতার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলা, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি এ্যাড, একেএম জাহাঙ্গীর,সহ-সভাপতি আফজালুল করিম,সাইদুর রহমান রিন্টু,জেলার প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন কবির, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সোহেল, ওয়ার্ড কাউন্সলর লিয়াকত হোসেন খাঁন লাভলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এরপর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করে গোলাম মাহমুদ নসুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।শ্রদ্ধা শেষে নগরীর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।উল্লেখ্য,গোলাম মাহমুদ নসু ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে রাজপথ কাপিয়েছেন। শহিদ খানের সাথে ৮০ দশকে ছিলেন তুখুড় ছাত্রনেতা।এমনকি এরশাদ বিরোধী আন্দোলনেও তার ভুমিকা ছিলো অপরিসীম।এছাড়াও বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালিন সময়েও নিপিড়ন নির্যাতন সইয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে থেকে মিটিং মিছিলে সামিল হয়েছেন।তিনি মানুষ ছিলেন সৎ,নীতিবান এবং ভদ্র।এ কারনে সর্বমহলে ছিলো তার ব্যাপক সুনাম।
Leave a Reply